চাঁদপুরের সাবেক সফল অতিরিক্তি জেলা প্রশাসক (এডিসি) জাতীয় জনপ্রশাসন পদকপ্রাপ্ত বতর্মানে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ আব্দুল হাই বিপিএএ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অতিরিক্ত মহাপরিচালক পদে বদলী পূর্বক (প্রেষণে) পদায়ন করা হয়েছে।
রবিবার ১২ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষন-১ শাখার উপ-সচিব আবু সালেহ মো.মাহফুজুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন করা হয়।
জানা গেছে,মোহাম্মদ আব্দুল হাই চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদান করে চাঁদপুরের জনবান্ধব অফিসার হিসেবে সর্বত্রে তার একটি পরিচিতি লাভ করেছেন। সে সময় তিনি জনবান্ধব কাজের জন্য জাতীয় জনপ্রশাসন পদক ও চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ এডিসি আইসিটি ও শিক্ষা হিসেবে পুরস্কার পেয়েছেন।
তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলায়। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন ও একই বিষয়ে ১৯৯৮ সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন।
কর্মজীবনে ২০০৩ সালে বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা,আরডিসি মাগুরা ও নারায়ণগঞ্জ, টাংগাইলের মধুপুর,ধনবাড়ি উপজেলা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার এসিল্যান্ড, রাঙ্গামাটির ননিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক,ডিডিএলজি উপ-পরিচালক,প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ও সর্বশেষ স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব ও একই মন্ত্রণালয়ে বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পদোন্নতির খবর পেয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যাদের আত্মত্যাগ ও বদান্যতার জন্য এ পদোন্নতি পেয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়েছেন।
চাঁদপুর টাইমস
১৫ জানুয়ারি ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur