চাঁদপুর

মহাপরিচালকের আগমনে চাঁদপুর ডাক বিভাগের আলোচনা

বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা চাঁদপুর ডাকঘরে আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছায় বরণ ও আলোচনা সভা শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২ টায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা। কুমিল্লা বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ড. মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালকের সফরসঙ্গী বিধু ভুষণ সাহা, রমেশ সাহা, শ্যামল সাহা, নিতাই চন্দ্র সাহা।
ষোলঘর উপ-পোস্ট অফিসের উপ-পোস্ট মাষ্টার রিপন কুমার সাহার পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহ মো. এমরান হোসেন।

এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা ডাক কর্মচারি ইউনিয়নের সহ-সভাপতি মো: খোরশেদ আলম, নুরুন্নবী কানন, সাধারন সম্পাদক মো: মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক শ্রীকান্ত ঘোষ বিদ্যূৎ, প্রচার সম্পাদক কাজী মো. সেলিম, সদস্য মো: ফারুক খাঁনসহ অন্যান্য ডাক কর্মচারীবৃন্দ ।

: আপডেট, বাংলাদেশ সময় ৯:৫০ পিএম, ২৭ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share