Home / ইসলাম / মহানবীর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা
নবী-

মহানবীর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা

মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন আচরণবিধি ঠিক করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৫ অক্টোবর আমিরাত ভিত্তিক গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। রওজা শরিফে প্রবেশের পর উচ্চ স্বরে কথা বলা যাবে না। যতদূর সম্ভব নিচু স্বরে নিজেদের মধ্যে কথা-বার্তা বলতে হবে।

এ ছাড়া নবীজির রওজা জিয়ারতের সময় সঙ্গে খাবার না রাখা, রওজার ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা নিষিদ্ধ। একই সঙ্গে প্রত্যেক যাত্রীর জন্য বরাদ্দ সময়ের অতিরিক্ত সময় রওজায় অবস্থান না করারও অনুরোধ জানিয়েছে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি আরবে এখন ওমরাহ এবং অন্যান্য তীর্থযাত্রার মৌসুম চলছে।

মদিনায় মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সমাধির চারপাশে পিতলের বেড়া দেয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় পবিত্র স্থান মসজিদে নববীর আল রাওজা আল শরিফা চত্বরে অবস্থিত হযরত মুহম্মদ (সা.) এর সমাধি।

৬ অক্টোবর ২০২৩
এজি