রাষ্ট্রীয় পৃষ্ঠেপোষকতায় বিশ্বনবী (সা.) ব্যাঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে চাঁদপুর জেলা কওমি সংগঠনের অয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের হয়।
২৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শহরেরর শপথ চত্ত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশে চাঁদপুর জেলা কওমি সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুফতী সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংগঠনের পরিচালক মুফতি নুরুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন কওমি সংগঠনের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সহ-সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এস এম আনোয়ারুল করিম, কওমি সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস, বিশিষ্ট আলেমে দ্বীন মোহাম্মদ উল্লাহ, যুব সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ কারি আব্দুল রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আশেক এলাহী।
প্রতিবাদ সমাবেশ শেষে বিশাল মিছিল শপথ চত্ত্বর এলাকা থেকে শুরু হয়ে ইলিশ চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান উয়েল মেক্রোর কুশপুত্তলিকা পুড়ানো হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,মুক্ত স্বাধীনতার নামে যারা ইসলামে বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফ্রান্স সরকার রসূলকে অপমান করে প্রমাণ করেছে তারা অসভ্য একটি সম্প্রদায়। রসূলের অবমাননা কখনো সহ্য করবো না,দরকার হলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি।
বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত ফ্রান্সের বিরুদ্ধে একটি শব্দ ব্যবহার করেনি। আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের পন্য ও দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।
বক্তারা আরো বলেন,নাস্তিকের দাললরা সাবধান, আমার প্রাণের রসূলকে অপমান করা ধৃষ্ট্রতার শামিল। তুরস্ক ফ্রান্সকে বয়কট করেছে, বাংলাদেশকেও রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনতে হবে।
আজ জাতিসংঘ মুখে কুলুপ দিয়ে বসে আছে। ফ্রান্সের দূতাবাস অবিলম্বে বন্ধ করুন, করতে হবে। পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার মুসলমানদের অপমান করেছে। অবিলম্বে তাকে তার পদ থেকে অপসারন করতে হবে।
স্টাফ করেসপন্ডেট,২৯ অক্টোবর ২০২০