ভারতে বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক রাসূলুল্লাহ (সা:) এর শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে চাঁদপুর সরকারি কলেজে সাধারন শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন রবিবার সকালে চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ডি এম ফয়সাল এর সভাপতিত্বে মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কামরুল ইসলাম, ইহসানুল ফেরদৌস, মু.ইমরান হোসাইন, মোঃ আসিফ ইকবাল, সালমা আক্তার, তাহমিনা, ইশরাত জাহান, মুখতার হোসেন খান প্রমুখ।
মানববন্ধনে চাঁদপুর সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা ভারতের বিজেপি নেতা কর্তৃক রাসূলুল্লাহ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ সরকার কে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব করার আহ্বান জানান। তারা বলেন, চলতি সংসদ অধিবেশনে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করতে হবে। ভারতীয় পণ্য বয়কট করতে হবে।
মানববন্ধনে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি সম্মান দেখিয়ে নাতে রাসুল পাঠ করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ১২ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur