ফ্রান্সে মহানবী (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফরিদগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৬ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের ইসলামপুর এলাকায় ধর্মপ্রাণ মুসল্লীদের আয়োজনে উক্ত মানববন্ধন বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা ও ২ নং বালিথুবা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম, মাওলানা মারুফ হোসেন, মাওলানা মো. মহসিন, মাওলানা মো. খলিলুর রহমান, মাওলানা মো. বাকি বিল্লাহ, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মো. সেলিম মিজি প্রমূখ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম বলেন, ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকান্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে মহানবীকে (সাঃ) অবমাননাকারীদের বিরুদ্ধে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবি করা হয়।
প্রতিবেদক:শিমুল হাছান,৬ নভেম্বর ২০২০