মহানবমীতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলার বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা ও পৌর শাখার পক্ষ থেকে মহানবমী পুজার দিনে শুভেচ্ছা উপহার হিসেবে অসহায় দরিদ্র সনাতনী মায়েদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের শ্রী শ্রী গোপাল জিউ মন্দিরে এ আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দরা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে দিতে আমাদের সনাতন ধর্মের অসহায় মায়েদের উপহার হিসেবে আমরা বস্ত্র বিতরণ করেছি। এটি কোন দান নয়, এটি আমরা যারা স্বাবলম্বী আছি, তাদের পক্ষ থেকে অসহায় মায়েদের জন্য উপহার। আমাদের এই মানকিক কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা সভাপতি রতন চন্দ্র দাস, নির্বাহী সভাপতি অঞ্জন মিত্র, সাধারণ সম্পাদক রঞ্জিত রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, অর্থ সম্পাদক উজ্জ্বল ঘোষ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর পৌর কমিটির সভাপতি দুর্জয় সাগর, নির্বাহী সভাপতি নিতাই কর্মকার, সহ-সভাপতি বিপ্লব ঋষি, সাধারণ সম্পাদক নয়ন পোদ্দার, যুগ্ন-সাধারণ সম্পাদক সাগর দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক সৌরভ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক অজিত দে, দপ্তর সম্পাদক প্রান্ত চন্দ্র দাস, ছাত্র বিষয়ক সম্পাদক অজয় দাস এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট চাঁদপুর জেলার নির্বাহী সভাপতি পরেশ চন্দ্র দাসসহ উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শ্রী শ্রী গোপাল জিউ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং মন্দিরে আগত সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৩ ডিসেম্বর ২০২৩

Share