রাজনীতি

ঢাকা মহানগর বিএনপির কমিটি গঠন

ঢাকা মহানগর বিএনপির উত্তরে কাইয়ুম, দক্ষিণে সোহেল ।

ঢাকা মহানগর বিএনপিকে দুই ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দুই কমিটি অনুমোদন করেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে ঢাকা উত্তরে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম ও দক্ষিণে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আংশিক এ কমিটির অনুমোদন দেন।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর মহানগরে বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে সভাপতি ও আহসান উল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে কমিটি।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময়০৯:১৫ এ.এম, ১৯ এপ্রিল ২০১৭,বুধবার
ইব্রাহীম জুয়েল

Share