চাঁদপুর

চাঁদপুরে প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের সংবাদ সম্মেলন

বেতন বৈষম্য নিরসনে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের গ্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন-স্কেল নির্ধারণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখ।

আগামী ২২ ডিসেম্বরের মধ্যে এ দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে আবদেন জানান।

এছাড়া শিক্ষকদের এই দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ ডিসেম্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমর অনশনের কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলার সভাপতি মহাজোট শিক্ষক নেতা মো. ফররুখ আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কচুয়া শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, হাজীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন চৌধুরী, শিক্ষক সমিতি হাইমচার উপজেলা শাখার সভাপতি মো. আবু জাফর, মতলব দক্ষিণের মহজোট শিক্ষক নেতা মো. নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি মতলব উত্তর উপজেলা শাখার আহŸায়ক আব্দুল বাতেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শাহরাস্তি উপজেলার মহাজোট শিক্ষক নেতা মো. মঞ্জুর হোসেন সুমনের পরিচালনায় সংবাদ সম্মেলনের মূল বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক মো. ইলিয়াস মিয়া।

এছাড়া সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, আলোকিত চাঁদপুরের সম্পাদক জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশাসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

প্রতিবেদক : শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮ : ৫৫ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৭, শুক্রবার
এইউ

Share