মহম্মদপুরে হামলায় বৃদ্ধা নারীসহ আহত ৩

মাগুরা মহম্মদপুরের বিনোদপুর গ্রামে আজ বৃহষ্পতিবার সকালে জমি-জমাকে কেন্দ্র করে শালিসি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নারীসহ ৩ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে বৃদ্ধা অনিতা রানী দাস (৬০)কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং পরিতোষ দাস(৬৫) ও তাপস দাস (২১) কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে আহত পরিতোষ দাস জানান, জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তারসঙ্গে প্রতিবেশী অমিত দাসের মনোমালিন্য চলছিল। বিরোধ নিরসনে এলাকায় গ্রাম্য মাতব্বর নুরু মিয়া, আব্দুল ওয়াহাব, শাহাজান মৃধাসহ কয়েকজন সাধারণ জনতা নিয়ে একটি শালিসি বৈঠক চলছিল । শালিসির বৈঠক চলাকালে উভয়পক্ষের কথোপ-কথোনের মাঝে অতর্কিতভাবে অমিত দাস ও তার লোকজন পরিতোষ এবং তার পরিবারের লোকজনের ওপর হামলা করে।

আহতদের উপজেলাস্বাস্থ্যকমপ্লেক্সে আনা হলে অনিতারানী দাসকে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোকসেদুল মোমিন চাঁদপুর টাইমসকে বলেন বৃদ্ধা অনিতার মুখ কেটে গেলে ও তার শরিরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তবে সে এখনো আশংকামুক্ত নয়।

মহম্মদপুর থানার ওসি রিয়াজুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, অভিযোগ পায়নি,পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

মাগুরা থেকে ইমাম হোসেন : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share