চাঁদপুর জেলার ৮ উপজেলা, ৭টি পৌরসভা, ৮৯টি ইউনিয়ন ও ১ হাজার ৩ শ ৬৫টি গ্রামে ২৭ লাখ মুসলমানের জন্যে ৪ হাজার ৮ শ ৪২টি মসজিদ রয়েছে। এসব মসজিদে সারা বছর ৫ ওয়াক্ত আজান ও নামাজ আদায় করা হয় এবং পবিত্র মাহে রমজানে মুসল্লিদের সমাগম বৃদ্ধি পায়।
নামাজ আদায়ের সুবিধার্থে গ্রাম ও শহরের অনেকে মসজিদে রয়েছে এখন রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। প্রতিটি মসজিদে রয়েছে একজন খতিব বা পেশ ইমাম ও একজন বা একাধিক মুয়াজ্জিন।
এসব মসজিদের বেশিরভাগ ইমাম বা খতিব ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ও কওমি মাদরাসার আলেম। প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের নগদ অর্থেও দানে ঔ সব মসজিদগুলোর বাহ্যিক অবকাঠামো ও চাকচিক্য দিন দিন বাড়ছে চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন-এর দেয়া পরিসংখ্যান মতে, চাঁদপুর সদরে ৬শ ৬৭টি, মতলব দক্ষিণে ৪শ ৫৫টি, মতলব উত্তরে ৫শ ৭৬টি, হাজীগঞ্জে ৬শ ২৬টি, ফরিদগঞ্জে ৯শ ৬০টি, কচুয়ায় ৮ শ ৭১টি, শাহরাস্তিতে ৪শ ৩৩টি এবং হাইমচরে ২শ ৫৪টি মসজিদ রয়েছে। অধিকাংশ মসজিদেই জুমার নামাজ হয়।
ইফার দেয়া তথ্য মতে-জেলার ১ হাজার ২ শ ৩৬টি মসজিদে রয়েছে শিশু ও গণশিক্ষা কার্যক্রম। মসজিদের ইমামরা সেখানে দ্বীনি শিক্ষাসহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত ও নৈতিক শিক্ষা দিয়ে থাকেন।
আবদুল গনি
২৭ মার্চ ২০২৫