মতলবে মসজিদ ভিত্তিক শিশু-গণশিক্ষালয়ের শিক্ষক সমন্বয় সভা

চাঁদপুর ইসলামিক ফাউণ্ডেশন উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতলব উত্তর উপজেলা শিক্ষক,কেয়ারটেকারদের অক্টোবর’২১ মাসের সমন্বয় সভা ২৬ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মতলব উত্তর উপজেলায় কর্মরত ফিল্ড সুপারভাইজার মো.শরীফুল ইসলাম মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার পুলিশ ইন্সপেক্টর জনাব মো.মনিরুল ইসলাম এবং ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড অফিসার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন।

বক্তাগণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কুরআন হাদিসের আলোকে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন পুর্বক সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় জোড়ালো ভূমিকা রাখার জন্য উপস্থিত ইমামদের প্রতি আহ্বান জানান।

সভায় মতলব উত্তর উপজেলার ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ২৪০ জন শিক্ষক ও ইমাম ,কেয়ারটেকার উপস্থিত ছিলেন।

সিনিয়র করেসপন্ডেন্ট, ২৬ অক্টোবর ২০২১
এজি

Share