Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে মসজিদে হামলা ভাঙচুর ও আহতের ঘটনায় দুটি মামলা
Hamla-news
প্রতীকী ছবি

হাজীগঞ্জে মসজিদে হামলা ভাঙচুর ও আহতের ঘটনায় দুটি মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে এক নারীর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রপের দেশীয় অস্ত্র ব্যবহার ও রক্তক্ষয়ী ব্যাপক আকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারীরা রমজানের তারাবি নামাজ পড়া অবস্থারত মুসল্লিদের উপর হামলা চালিয়েছে এবং মসজিদে ডুকেও ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ও হামলার ঘটনায় মুসল্লি,পথচারীসহ বিভিন্ন পর্যায়ের কমপক্ষে ৩০ জন কিশোর,যুবক,মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা মারাত্বক ভাবে রক্তাক্ত জখম হয়ে মারাত্বক ভাবে আহত হয়েছে।

এদের মধ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্তহয়ে রক্তাক্ত জখম অবস্থায় ১৫ জন আহত ব্যাক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ ছাড়া এদের মধ্যে মরাত্বক রক্তাক্ত জখম ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে মারাত্বক ভাবে আহত হওয়া মো: সোহেল রানা(২৮)ও মো: রাকিব হোসেন(২৩)কে তাৎক্ষনিক হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।তাদের বাড়ি হাজিগঞ্জ কংগাইশ এলাকায়। তাদের শরীরের ব্যাপক রক্তক্ষরন হয়েছে হাসপাতালে চিকিৎসক মো: ওমর ফারক জানান।

তিনি আরো জানান, তাদের আবস্থা আশংকাজনক। এ ব্যাপারে গুরুত্বর আহত সোহেল ও রাকিবের পরিবারের পক্ষ থেকে সোমবার রাত ৭টায় হাজিগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের করেছে।

এ রিপোট লেখা পর্যন্ত হাজীগঞ্জ ও আলীগঞ্জ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জের স্থানীয় ক্যাডার মঞ্জুরুল আলম, শাহ্পরান ও ডন মাসুদের নেতুত্বে রোববার রাত অনুমান ৯টায় তারাবি নামাজরত অবস্থায় দুটি’গ্রুপের কয়েক দফায় দফায় রক্তক্ষয়ী সংঘষের ঘর্নায় হাজিগঞ্জ ও আলীগঞ্জ এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

উপস্থিত এলাকাবাসী থেকে জানা গেছে,মঞ্জুরুল ও বেলাল হাফসি প্রথমে তারাবি নামাজ পড়ারত অবস্থায় মসজিদে হামলা চালায়।

পরে উভয় গ্রুপের সন্ত্রাসী প্রকৃতির স্থানীয় কিছু কিশোর ও যুবকরা মসজিদের সামনে দুইজন যুবককে দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপক ভাবে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে আহত করেছে।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মুসল্লিদের উপর এলোপাড়ি হামলায় কমপক্ষে ৩০জন মুসল্লি ও পথচারী মারাত্বক ভাবে আহত হয়েছে বলে প্রত্যাক্ষদর্শীরা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের সেবিকা ঝর্না আক্তার জানান,রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত আহত ১৫ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে রক্তাক্ত জখম ২জনকে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসারত অবস্থায় হাসপাতালে রয়েছে।

ঘটনার সূত্রপাত হয়, আলীগঞ্জের মা জেনারেল হাসপাতাল নামক একটি স্বাস্থ্য কেন্দ্রের মার্কেটিং অফিসার আলেয়া বেগম (৩০) এর ছবি ফেইসবুকে ছেড়ে দেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

এ ঘটনায় হাজিগঞ্জ ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ মোস্তফা জানান, মঞ্জুরুল আলম, শাহ্পরান ও মাসুদ তারা হেফাজত নেতা। তারা বিভিন্ন সময় হেফাজত নামক সংগঠনকে আর্থিকভাবে সহায়তা করে আসছে। মামুনুল হক আটক হওয়ার পর থেকে এলাকায় তাদের আনাগোনা বেড়ে গেছে। স্থানীয় ছোট ছোট কিশোরদের তারা অর্থ দিয়ে উত্তেজনা সৃষ্টি করে এলাকায় বিনা উস্কানিতে সংঘর্ষ বাঁধিয়ে থাকে।

তিনি বলেন, গত শুক্রবার মা জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার আলেয়া বেগম হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে হাসপাতালের ভেতরের ঔষধ ব্যবসায়ী ডন-মাসুদ তার ছবি তুলে “হাসপাতালের দালাল” উল্লেখ করে তার ফেইসবুকে ওই নারীর ছবি আপলোড করে।

এ নিয়ে ১৭ এপ্রিল শনিবার পৌরসভার প্যানেল মেয়র আজাদ ও কাউন্সিলর কাজী মনির, কাজী হাজী কবির হোসেনসহ এ ঘটনা নিয়ে আলোচনা করে সমাধান করে দেয়। আবারও সেই ঘটনার সূত্রপাতকে কেন্দ্র করে মাসুদ, মঞ্জু ও শাহ্পরানের ইন্ধনে স্থানীয় টোরাগড় গ্রামের শতাধীক কিশোর যুবককে অর্থের বিনিময়ে রাত সাড়ে ৮টায় এশার নামাজ শুরু হলে বেলাল হাফসি মসজিদে প্রথমে হামলা করে মসজিদের গ্লাস ভাঙচুর করে, তারা নামাজরত মুসল্লিদের উপর হামলা চালায়। পরে আলীগঞ্জ মাদ্দাখাঁহ মসজিদ গেইটে এসে বিভিন্ন দোকানে হামলা ও ভাংচুর শুরু করে। আমরা নামাজ ছেড়ে এ অবস্থা দেখতে পাই। পরে আলীগঞ্জের যুবকরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন জানান, এটা এভাবে ছেড়ে দেয়া যায়না। একটি মিমাংসিত বিষয় নিয়ে মঞ্জু ও শাহ্পরানের ইন্ধনে কিশোরদের অর্থ দিয়ে মসজিদ ও মানুষের বাড়ি ঘর, দোকানপাটে এ ভাবে অতর্কিত হামলা করা হয়েছে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার এসআই মোশারফ ও জয়নাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলেও উভয় পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,১৯ এপ্রিল ২০২১