কুমিল্লা প্রতিনিধি, চাঁদপুর টাইমস | আপডেট: ১২:২৯ অপরাহ্ণ, ২৮ আগস্ট ২০১৫, শুক্রবার
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় গণপিটুনিতে নিহত হয়েছেন এক যুবক, যিনি মসজিদের দান বাক্সের টাকা চুরি করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ।
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, শুক্রবার ভোর ৪টার দিকে মানিকমোড়া বাজারের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ বলে ধারণা পুলিশের।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নজরুল বলেন, “ফজরের আগে আগে ওই যুবক মসজিদের দান বাক্স ভেঙে টাকা চুরি করছিল। এ সময় তা দেখে মুয়াজ্জিন চিৎকার করলে স্থানীয়রা তাকে ধাওয়া করে। জনতা ওই যুবককে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur