মসজিদুল হারামের জুমার খুতবা যে ৫ ভাষায় অনুবাদ

পবিত্র মসজিদুল হারামে প্রদত্ত খুতবা বিশ্বের পাঁচটি ভাষায় শোনা যাবে। ইংরেজিসহ পাঁচটি ভাষায় অনুবাদ খুতবা অনুবাদের কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) হিজরি বছরের প্রথম জুমায় এ অনুবাদ কার্যক্রম শুরু হয়েছে। জুমার খুতবা ও নামাজ পড়িয়েছেন শায়খ ড. উসামা খাইয়াত।

জুমার খুতবা বিশ্বের সব মুসলিমদের কাছে পৌঁছে দিতে পবিত্র দুই মসজিদের পরিচালনা প্রতিষ্ঠান দ্য জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে অনুবাদ কার্যক্রম শুরু করেছে। আরবি ভাষাসহ আরো পাঁচটি ভাষায় তা অনুবাদ করা হবে। যেসব ভাষায় জুমার খুতবা শোনা যাবে তা হলো : ইংরেজি, ফরাসি, উর্দু, ফার্সি ও মালাই। মানারাত আল হারামাইন  ডিজিটাল প্লাটফর্ম থেকে অনুবাদ সম্প্রচার করা হবে।

সম্প্রতি শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় ব্যাখ্যার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া পবিত্র হজের সময় আরাফা প্রাঙ্গণে প্রদত্ত খুতবার অনুবাদ বাংলাসহ বিশ্বের ১০টি ভাষায় অনূদিত হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের হজ ও ওমরাযাত্রীদের তাদের নিজস্ব ভাষায় সেবা দেওয়া হয়। (সূত্র : হারামাইন ওয়েবসাইট )

আন্তজার্তিকে ডেস্ক, ১৪ আগস্ট, ২০২১;

Share