সৌদি আরবের পবিত্র মসজিদুল হারামে প্রথম বারের মতো ওমরাহযাত্রীদের সেবায় নারী নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মসজিদুল হারামে দায়িত্ব পালন করা নারী নিরাপত্তাকর্মীদের ছবি শেয়ার করে। এটি ছিল সৌদি আরবের ব্যতিক্রমী এক ঘটনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তাকর্মীদের পোশাকে ওমরাহযাত্রীদের সেবায় দায়িত্ব পালন করতে দেখা যায়। টুইটারে ছবির ক্যাপশনে ‘মাঠপর্যায় থেকে হজ ও ওমরাহর নিরাপত্তা’য় লেখা দেখা যায়।
নারীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে সম্প্রতি সৌদি তাঁর আভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে নারীদের নিয়োগ শুরু করে। কর্মক্ষেত্রে সৌদি নারীদের অংশীদারিত্ব নিশ্চিত করতে এটি ছিল যুবরাজ মুহাম্মদ বিন সালমান কর্তৃক গৃহীত পদক্ষেপের অন্যতম।
সৌদির ভিশন ২০৩০ বাস্তবায়নে সৌদি নারীরা বিভিন্ন পেশায় নানাধরনের ভূমিকার রাখার সুযোগ পাচ্ছে, যা ইতিপূর্বে কেবল পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল।
ঢাকা চীফ ব্যুরো, ২১ এপ্রিল,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur