চাঁদপুরের শাহরাস্তিতে বিএসটিআই অনুমোদনহীন মশার কয়েল বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।
৫ ডিসেম্বর রোববার ২টার দিকে শাহরাস্তি উপজেলার রাঢ়া মৌলভী বাজারে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন এ অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিরীন আক্তার।
বিএসটিআই এর অনুমোদনহীন মশার কয়েল মজুদ এবং বিক্রয় করার দায়ে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং মজুদকৃত ২৫ কার্টন মশার কয়েল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন বিএসটিআই, কুমিল্লা অঞ্চলের কর্মকর্তা এবং শাহরাস্তি থানার পুলিশ ফোর্স।
প্রতিবেদক: মো:জামাল হোসেন, ৫ ডিসেম্বর ২০২১