চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ সামছুদ্দিন আহামেদ বিএ’র কুলখানি শুক্রবার (১৩ মে) বাদ জুমা মিশন রোড বাগান বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার জুমার নামাজ শেষে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া, এরপর তাবারুকের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে মরহুমের পরিবার।
পরিবারের পক্ষ থেকে সকল শ্রেণি পেশার মানুষকে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।
প্রসঙ্গত, মরহুম সামছুদ্দিন আহামেদ রাজনীতি করার পাশাপাশি দীর্ঘদীন পাট ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুর পৌনে ২টায় ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে ৭ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ৩:২৫ পিএম, ১২ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur