লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি৩ বাংলাদেশ রিজিওন চেয়ারপাসন হেডকোয়াটার মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালী।
শনিবার ১৮ ডিসেম্বর সকালে চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
তিনি বলেন, শহরের সুন্দর পরিবেশ বজায় রাখতে নাগরিক সমাজের প্রয়োজন রয়েছে। আমরা আস্তে আস্তে যোগ্য ও জ্ঞানী গুণী ব্যক্তিদের হারিয়ে ফেলছি। শূন্যস্থান যোগ্যদের দিয়ে পূরণ হচ্ছে কিনা তাও দেখা দরকার আছে।
তিনি আরও বলেন, মোস্তাক হায়দার চৌধুরী কারো সাথে কথা বলার পূর্বে পর্যবেক্ষণ করতেন। আমার নির্বাচনের সময় তিনি অনেক সহযোগিতা করেন। তার রেখে যাওয়া কাজগুলো সমাপ্ত করলেই তাকে স্মরণ করা হবে।
নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাড. সেলিম আকবর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে ওমর হায়দার চৌধুরী, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহম্মেদ, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন্দ।
স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সভাপতি মফিজুল ইসলাম খান সেলিম।
লায়ন মোঃ সাকি কাউসার এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন গনি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রূপালীর সাবেক সভাপতি লায়ন মাহমুদুল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি গিয়াস উদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, রেলওয়ে আক্কাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী পরেশ মালাকার, জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহম্মেদ, সংঙ্গীত নিকেতনের পরিচালক বিচিত্রা।
শোকসভায় বক্তারা মরহুম লায়ন মোস্তাক হায়দার চৌধুরী’র স্মরণে তার কর্মময় ও বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাও. মোশারফ হোসেন।
লায়ন মোস্তাক হায়দার চৌধুরী ১৯৪৮ সালের পহেলা জুলাই ও ২০২১ সালের ৫ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রতিষ্ঠাতা সদস্য পুরান বাজার পূর্ব শ্রীরামদী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট