চাঁদপুরের বিশিষ্ট রাজনীতিবীদ, ক্রীড়া সংগঠক ও প্রবীন আইনজীবী অ্যাড. মরহুম দেওয়ান আব্দুল আলীর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় ।
শুক্রবার (৩ জানুয়ারি) বাদ আসর চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে মিলাদ অুুষ্ঠিত হয় । এতে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম আলহাজ মাওলানা নিজাম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, সদস্য মোজাম্মেল হক, মরহুমের ছোট ভাই দেওয়ান আরশাদ আলী, ক্রীড়াবিদ মফিজুল ইসলাম চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেও মধ্যে কালু দেওয়ান, আবদুল হক , চান মিয়া, আলহাজ দিদার মিয়া, হানিফ মিয়া ও মরহুমের তিন পুত্র দেওয়ান রেজা আলী, দেওয়ান মাহাবুব আলী, দেওয়ান জুলফিকার আলীসহ অন্যান্য মুরুব্বীগণ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পুর্বে শুক্রবার সকালে নাজির পাড়ায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় তার বাসভবনে পবিত্র কোরআন খতম পড়ানো হয়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ৭: ১০ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur