মরহুম আলী হোসেন মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে মরহুম আলী হোসেন মাষ্টার ফাউন্ডেশনের অর্থায়নে অণ্যান্য বছরের ন্যায় এলাকার ৩ শতাধিক গরীব অসহায় পরিবারের সদস্যদের মাঝে উপহার হিসেবে রমজানের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে শিলাস্থান গ্রামের পশ্চিমপাড়া খান বাড়ীতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবুল ফয়েজ খান লিটন নিজ বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরনী কার্যক্রম শুভ উদ্বোধন করেন।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক মো: আবুল ফয়েজ খান লিটন বলেন, আমার প্রয়াত বাবা আলী হোসেন মাষ্টার একজন স্কুল শিক্ষক ছিলেন। বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে আমার অপর তিন ভাই মো: আবু তালেব খান বাবুল, মো: আবুল খায়ের খান জর্জ, আবুল কালাম খান বাহাদুরসহ আমার নিজস্ব অর্থায়নে আসন্ন মাহে রমজান উপলক্ষে এলাকাবাসীকে উপহার স্বরূপ বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা দেয়া হয়েছে। আশা করি এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শিলাস্থান গ্রামের অধিবাসী বিশিষ্ট সমাজ সেবক মো: আলম মাষ্টার, জাহাঙ্গীর আলম মজুমদার, কাজী জাহাঙ্গীর, মো: রফিকুল ইসলাম, মো: মহসীন মিয়াজী,হাসান তালুকদার, সাবেক ইউপি সদস্য মো: আব্দুল মতীন মিয়াজী, আব্দুল জলিল, মো: কামরুল ইসলাম মজুমদারের সার্বিক পরামর্শে প্রতি বছরের মতো এবারো শিলাস্থান গ্রামের প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে উপহার সামগ্রী উপকারভোগী সদস্যদের মাঝে পৌঁছে দেন, কাজী তানভীর মাহমুদ, কাজী তিতুমির হোসেন,রুবেল রানা,আরিফ হোসন, বোরহান উদ্দিন, রাজুসহ আরো অনেকে। এদিকে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে বিভিন্ন উপহার সামগ্রী পেয়ে খুবই খুশি এলাকার তিন শতাধিক পরিবার। এমন মহতী কাজের জন্য তারা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মার্চ ২০২৫

Share