চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে মরহুম অ্যাড. মো. ইয়াসিনের স্মরণে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বিনয় ভুষন মজুমদার । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাড. আইয়ুব আলী।
শোকবার্তা পাঠ ও অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্যাড. মুজিবুর রহমান ভুইয়া।
এসময় বক্তব্যে রাখেন অ্যাড. আলহাজ্ব কাজী হাবিবুর রহমান, অ্যাড. আলহাজ্ব ফজলুল হক সরকার, আলহাজ্ব অ্যাড. ইকবাল বিন বাশার, আলহাজ্ব অ্যাড. এ কে এম সলিমউল্লা সেলিম, আলহাজ্ব অ্যাড. শেখ আবু তাহের, পিপি অ্যাড. মো. আমানউল্লাহ, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জহিরুল ইসলাম, জিপি অ্যাড. রুহল আমিন সরকার, অ্যাড. দেবাশীষ কর মধু, অ্যাড. মো. সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাড. রনজিত কুমার রায় চৌধুরী, আলহাজ¦ অ্যাড. মো. ইব্রাহীম খলিল, অ্যাড. শেখ আবুল খায়ের মো. ছালেহ, অ্যাড. তোফায়েল হোসেন জোসেফ, আলহাজ¦ অ্যাড. আহসান হাবিব, অ্যাড. আব্দুল লতিফ শেখ, আলহাজ¦ অ্যাড. মো. জাহাঙ্গীর আলম, অ্যাড. মো. বদরুল আলম চৌধুরী, অ্যাড. খোরশেদ আলম, অ্যাড. মোরশেদ আলম তালুকদার বাবুল, অ্যাড. তোফাজ্জল হোসেন মিয়া, অ্যাড. আলহাজ¦ মো. মোবারক হোসেন।
প্রসঙ্গত, মরহুম অ্যাড. মো. ইয়াসিন গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় (ইন্ন…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলেসহ অস্যংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
মরহুম অ্যাড. মো. ইয়াসিন ১৯৪১ সালের ৩১ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার এলাকার সাপদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিলো মরুহম আলী আকবর। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় হতে এল এল বি পাশ করে।
বাংলাদেশ বার কাউন্সিলে ১৯৬৬ সালের ৩ নভেম্বর এন্ডরোলমেন্টের পর ৪ নভেম্বর চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
তিনি বি আই ডব্লিউ টিএ এবং বাংলাদেশ কৃষি ব্যাংক চাঁদপুর অঞ্চলের আইন উপদেষ্টা ছিলেণ। ১৯৮৩ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এ পিপি এবং ১৯৮৭ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সরকারি কৌশুলী ( জিপি ) হিসেবে চাঁদপুর জজ কোটে দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৭ সালে জেলা আইনজীবী সমিতিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ৪ : ০০ এএম, ১৮ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
এইউ