আন্তর্জাতিক

এগিয়ে মমতার তৃণমূল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রোববার সকালে গণনা শুরু হওয়ার পরও তেমনটাই দেখা গেছে। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ১২৬টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ১০৯টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

তবে ভারতের আরেক বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ১৩৩টি আসনে এগিয়ে তৃণমূল এবং বিজেপি এগিয়ে রয়েছে ১১৭টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৫টি আসনে।

তবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল এগিয়ে গেলেও নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিছিয়ে পড়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে।

আন্তর্জাতিক ডেস্ক

Share