চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কওমি মাদ্রাসার দুই শিক্ষার্থীর সন্ধান পাচ্ছেনা তদের বাবা মা। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয়।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, রালদিয়া গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে সিয়াম বেপারী (১১) ও এখই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুরুজ খান ( ইব্রাহীম) একই সাথে নিখোঁজ হয়।
পরে তাদের পরিবার সন্ধান না পেয়ে মঙ্গলবার বিকেলে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।
এবিষয়ে ইব্রাহীমের পিতা মোহাম্মদ আলী জানান, গত ২৫ তারিখ রোববার বিকেলে আমার ছেলে ও একই গ্রামের সিয়ামের সাথে মাদ্রাসা থেকে বাড়ি যাবে বলে বের হয়। পরে তারা দু’জন মাদ্রাসা কিংবা বাড়িতেও ফিরেনি। মাদ্রাসায় খবর নিলে শিক্ষকরা জানায় তারা দুই জনই বাড়ি যাবে বলে মাদ্রাসা থেকে বের হয়।
এদিকে মঙ্গলবার একটি নাম্বার থেকে ইব্রাহীম তার বাবার কাছে ফোন দিয়ে বলেছে, ‘বাবা আমি অনেক দুরে আমাকে একজন লোক আসতে দিচ্ছে না।’
ইব্রাহীমের বাবা ওই লোকটিকে ফোন দিতে বললে ফোন কেটে দেয়। পরে কেয়েকবার ডায়াল করলে ফোন বন্ধ থাকতে দেখে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কওমি মাদ্রাসার সিয়াম ও ইব্রাহীম দুই ছাত্রের কোনো সন্ধায় পাওয়া যায়নি।
: আপডেট, বাংলাদেশ সময় ৭:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur