সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মন্দির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ড দক্ষিণ তরপুরচন্ডী ঘোরামারা আশ্রণ প্রকল্প এলাকায় শ্রী শ্রী দেবালয় মন্দিরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন ভক্তরা।
এ সময় উপস্থিত ছিলেন, দেবালয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি সাধন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র ঋশি,কোষাধ্যক্ষ মিঠু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক নির্মল চন্দ্র সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক রতন চন্দ্র রবি দাশ, প্রচার সম্পাদক স্বপন চন্দ্র সরকার, কার্যকরী সদস্য সংকর চন্দ্র দাশ, সদস্য শান্তি চন্দ্র ঋশি, নিমাই চন্দ্র দাশ প্রমুখ।
এসময় ভক্তরা বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ঘুচিয়ে শান্তি প্রতিষ্ঠায় সবার লক্ষ্য হওয়া উচিত। নিপীড়িত মানুষের সেবা করার মাঝেই সুখ নিহিত। ঘোরামারা আশ্রণ প্রকল্প এলাকার মানুষ সুবিধা বঞ্চিত। এখানে আমরা নিজেদের অর্থায়নে মন্দির নির্মাণ করেছি। এখনো আমাদের অনেক কাজ বাকি রয়েছে। সমাজের দরিদ্র মানুষকে সহযোগিতার জন্য সবার এগিয়ে আসা উচিত। সাম্প্রদায়িকতামুক্ত দেশ ও জাতি গঠনে আমরা সবার সাথে রয়েছি।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৩০ আগস্ট ২০২১