কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের নাহারা গ্রামের সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে সম্প্রতি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় কালী মন্দিরের উন্নয়নে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দেয়া প্রতিশ্রুতি অনুসারে ৩টন জি.আর চাউল বরাদ্দ দেয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ ওই মন্দিরের সাধারন সম্পাদক পবিত্র সূত্রধরের হাতে বরাদ্দকৃত চালের অনুদান তুলে দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম,ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,পিআইও মোহাম্মদ আশেকুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু