ইসলাম

মন্দিরে ঈদের নামাজ আদায় করলেন মুসলিমরা!

ভারতের কেরালা রাজ্যে দেখা দিয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যা। ভয়াবহ এই বন্যায় অন্তত ২০ হাজার কোটি রুপি ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কেরালার অধিকাংশ মসজিদ। এ কারণে ঈদুল আজহায় ঈদের নামাজ আদায় করতে পারেননি কেরালার অধিকাংশ মুসলমান সম্প্রদায়ের মানুষ। তবে এই দিন সৌহার্দ্য ও সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।তারা মালায় জেলার পুরাপ্পিল্লিকাভু রক্তেশ্বরী মন্দির খুলে দিয়েছেন মুসলিমদের জন্য।

স্থানীয়রা জানান, ঈদের দিন সকালেও বন্যাকবলিত ওই অঞ্চলের অধিকাংশ মসজিদই জলাবদ্ধ অবস্থায় ছিল। কিন্তু মন্দির কর্তৃপক্ষের কারণে নামাজ পড়ার সুযোগ হয়েছে তাদের।

এ বিষয়ে স্থানীয় মসজিদ মহল্লা কমিটির পি.এ খালিদ বলেন, আমরা আশা করেছিলাম পানি নেমে যাবে। মসজিদেই আমরা ঈদের নামাজ আদায় করতে পারবো। কিন্তু অবশেষে বুঝতে পারলাম কোনোভাবেই পানি নামবে না। এরপরে আমরা মন্দির কমিটির একজনের সঙ্গে কথা বললাম। তিনি সঙ্গে সঙ্গে মন্দিরে নামাজ আদায়ের জন্যে আমন্ত্রণ জানালেন।

সূত্র: দ্য হিন্দু

Share