মতলব উত্তর

শিক্ষামন্ত্রীর কন্যাকে বিয়ে করতে যাচ্ছেন ইমরান এইচ সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার (৩০ ডিসেম্বরÑ রাতে তাদের গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয়। নাদিয়া নন্দিতা ইসলাম শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে।

শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান।

ওই সূত্রটি বলছে, খুব শিগগিরই নাদিয়া নন্দিতা ইসলাম ও ইমরান এইচ সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওই সূত্রটি বলছে, আজকে রাতে শিক্ষামন্ত্রী হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়েহলুদে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।

নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এরপর থেকে বাংলাদেশে আলোচিত একটি মুখ চিকিৎসক ইমরান এইচ সরকার। (প্রথম আলো)

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ২ : ০০ এএম, ৩১ ডিসেম্বর ২০১৬ শনিবার
ডিএইচ

Share