চাঁদপুর

চাঁদপুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

রাজধনীতে দুই স্কুল শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘সকল দাবি’ মেনে নেয়ায় এবং মন্ত্রীসভায় সড়ক পরিবহন আইনের খসড়া অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে চাঁদপুর সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ মিছিল বের করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার ( ৭ আগস্ট) সকালে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল বের করা হয়।

এতে চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর মৎস ডিপ্লোমা ইনস্টিটিউট, আল- আমিন স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শ্লোগানে, শ্লোগানে আনন্দ মিছিল বের করে।

প্রসঙ্গত, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও উত্তেজনার মধ্যদিয়ে সরকার সিন্ধান্ত নিয়েছে বেপরোয়া গাড়িতে গাড়িতে কারো মৃত্যু হলে চালকের পাঁচ বছর জেল হবে। কেউ গুরুতর আহত হলে একই সাজা ভোগ করতে হবে। তবে পুলিশের তদন্তে যদি প্রমানিত হয় চালক উদ্দেশ্য মুলক হত্যাকান্ড ঘটিয়েছে তাহলে ৩০২ ধানায় মামলা হবে।

এ ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এই আইনের খসড়ায় জামিনের কোন সুযোগ নেই।

এসব বিধান রেখে সোমবার মন্ত্রীসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সড়ক পরিবহন আইন ২০১৮ খসড়া অনুমোদন দেয়া হয়।

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share