Home / আন্তর্জাতিক / মন্ত্রীর গাড়ি থেকৈ ৯২ লাখ টাকা উদ্ধার
taka
প্রতীকী ছবি

মন্ত্রীর গাড়ি থেকৈ ৯২ লাখ টাকা উদ্ধার

ভারতে বড় দু’টি নোট বাতিলের ফলে দেশব্যাপি হুলস্থূলের মধ্যেই মহারাষ্ট্রের সমবায় মন্ত্রী সুভাষ দেশমুখের গাড়ি থেকে প্রায় ৯২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

স্থানীয় ওসমানাবাদ পৌরসভার কর্মীরা ওই টাকা উদ্ধার করেছেন। বাতিল হয়ে যাওয়া ১,০০০ টাকার নোটে ওই ৯১ লাখ টাকা মন্ত্রীর সংস্থা লোকমঙ্গল গ্রুপের।
সামনে পৌরসভার ভোট থাকায় আচমকা গাড়িতে তল্লাশি চালান পৌরকর্মীরা। তখনই ওই টাকা উদ্ধার হয়।

মন্ত্রীর পরিচালিত লোকমঙ্গল গ্রুপের একটি গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়। এই গ্রুপ একটি ব্যাংক, একটি চিনিকল ও দাতব্য সংস্থা পরিচালনা করে থাকে।
টাকাগুলো কি কালেটাকা নাকি কর ফাঁকি দেয়া বা লোকমঙ্গল গ্রুপের ব্যাংকের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উদ্ধার হওয়া টাকা জমা দেওয়া হয়েছে স্থানীয় কোষাগারে। লোকমঙ্গল গ্রুপের কাছ থেকে এই টাকার উৎস জানতে চাওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে আয়কর বিভাগ ও পুলিশে। যদি লোকমঙ্গল টাকা সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারে, তবে তাদের ফিরিয়ে দেওয়া হবে ওই টাকা। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা জানাজানি হওয়ার পরেই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও কংগ্রেস দেশমুখের পদত্যাগ দাবি করেছে। তাদের অভিযোগ, ওই মন্ত্রী কালো টাকা সরানোর চেষ্টা করছিলেন। সূত্র: এনডিটিভি

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply