চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত দু’প্রার্থী তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএইচএম কবির আহমেদ দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের পর দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন।
মনোনয়নপত্র গ্রহন করেন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মোজাম্মেল হোসন। এসময় জেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদীন প্রধান,মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি লিয়াকত আলী প্রধান,দেওয়ান মোঃ রেজাউল করিম,কাজল ভট্রাচার্য, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল,সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোয, গোলাম মোস্তফা,পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
এদিকে বিকাল সাড়ে ৪টায় জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনিত প্রার্থী এমএ শুক্কুর পাটোয়ারী দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফ বাবুসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। উপ-নির্বাচনের ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার এবং ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রতিবেদক : মাহফুজ মল্লিক, ২৩ সেপ্টেম্বর ২০২০