Home / সারাদেশ / কুমিল্লায় মনোনয়নপত্র দাখিল করলেন ডা. প্রাণ গোপাল দত্ত
মনোনয়নপত্র

কুমিল্লায় মনোনয়নপত্র দাখিল করলেন ডা. প্রাণ গোপাল দত্ত

ডা. প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে যুগান্তকারী বিপ্লবের জন্য যে রূপরেখা বাস্তবায়ন করতে হবে, তার সূচনা হবে কুমিল্লার চান্দিনা থেকে, যা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যাবে। তিনি সোমবার দুপুরে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আসন্ন নির্বাচনে প্রার্থীতায় কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল শেষে সাংবাদিকদেও এসব কথা বলেন।

জাতীয় সংসদের কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন মনোনয়নপত্র দাখিল করেছেন ডা. প্রাণগোপাল দত্ত।

আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত মনোনয়নপত্র জমা দেন। দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কমিশন কাযর্যালয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার দুলাল তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা- ৭ আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ জুলাই কুমিল্লা- ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে এ আসনটি শূণ্য হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর এ আসেন উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১৩ সেপ্টম্বর ২০২১