ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। এর মধ্যে শনিবার (৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোট ভোটারের ১ ভাগের কম ভোটার স্বাক্ষর সংগ্রহ করার কারণে বাংলাদেশ ইউনাইটেড পার্টির চেয়ারম্যান জাকির হোসেন প্রধানিয়ার মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই-বাছাই করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার।
চাঁদপুর-৫ আসনে যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে রিটানিং কর্মকর্তা। তারা হলেন- বিএনপির মনোনীত প্রার্থী মো. মমিনুল হক, জামায়াতে ইসলামীর মাওলানা আবুল হোসাইন, জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের বাহাদুর শাহ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মাহমুদ হাছান নয়ন, ব্যারিস্টার কামাল (উদ্দিন স্বতন্ত্র), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী পাটোয়ারী, এলডিপির ড. নেয়ামুল বশির।
স্টাফ করেসপন্ডেট/
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur