ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন।
মনোনয়ন সংগ্রহকালে দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক এমএ নাফের শাহ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু ও নুর নবী সম্রাট।
স্টাফ করেসপন্ডেট/
১৯ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur