চাঁদপুরে শাহরাস্তিতে আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ দ্বিতীয় দিনে মেয়র পদে ২, সাধারণ কাউন্সিলর পদে ৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন পাটোয়ারী (মশু পাটোয়ারী),ও বর্তমান পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
পৌর নির্বাচনে পৌরসভার ১২ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩৮ জন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন।
উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ২ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, প্রতিক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি, ভোটগ্রহণ অনুষ্ঠিত ২৮ ফেব্রুয়ারি রবিবার, ভোট গ্রহণ করা হবে ইভিএমের মাধ্যমে।
প্রতিবেদক: মো.জামাল হোসেন,২২ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur