ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে চাঁদপুর-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার (৩ জানুয়ারি) চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইয়ে বিএনপির অর্থাৎ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব ড মোহাম্মদ জালাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার।
মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,প্রিয় চাঁদপুর-২ নির্বাচনী এলাকা (মতলব উত্তর-দক্ষিন) এর ভাই ও বোনেরা ও দলের নেতাকর্মী সমর্থকদের জানাই আমার সশ্রদ্ধ ছালাম আসসালামু আলাইকুম।
চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমাকে দেয়া জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, আমি,জনাব তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। দল আমার উপরে আস্থা রেখেছে আমি দলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি৷
সর্বপরি আপনারা নেতা কর্মিরা আমার উপরে আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি।
প্রিয় নির্বাচনী এলাকার কর্মী ভাই বোন বন্ধুরা ধানের শীষ শুধু আমার মার্কা নয়, ধানের শীষ আপনাদের সবার আপনাদের সকলের মিলিত প্রচেষ্টায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।
প্রিয় জাতীয়তাবাদী ভাই বোন সকলের কাছে একটাই চাওয়া। গনতন্ত্রের মা আমাদের আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্নগুলোকে বাস্তবায়ন করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষে আমরা সকলে বিএনপির বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পক্ষে কাজ করি তাহলে আমরা তারেক রহমানকে চাঁদপুর ২ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur