মনোনয়নের বৈধতা পেয়ে সামছুল হক ভূঁইয়া ঘনিয়া ও মানুরী দরবার শরীফে অংশগ্রহণ 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ড. মো. শামছুল হক ভূঁইয়ার মনোনয়ন পত্র বৈধতা পেয়ে প্রথমে ছুটে যান ফরিদগঞ্জের ঘনিয়া সাঈদিয়া দরবার শরীফে। বর্তমান পীর সাহেব কেবলা হাফেজ মাও. জুনায়েদুল হক নকশেবন্দীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মোনাজাত ও দোয়া কামনা করা হয়।

৯ ডিসেম্বর শনিবার একই রাতে পরে ঐতিহ্যবাহী মানুরী ইসলামীয়া সিনিয়র ফাজিল (ডিগ্রি)  মাদ্রাসার প্রতিষ্ঠাতা মানুরী দরবার শরীফের মরহুম পীর আল্লামা মাও. জয়নুল আবেদীন রহমতউল্ল্যার ৬৪ তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন ড. মো. সামছুল হক ভূঁইয়া। 

 উক্ত মাহফিলে মানুরী ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাও. আমিনুল হকের সভাপতিত্বে প্রধান বক্তার বয়ান রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া আলীয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান।

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উক্ত মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন মিজির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সুবিদপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির খান বাবু, গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভদ্র, আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ সুজন, কামাল শেখ, গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ১৫ নং রূপসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল, ১ নং বালিথুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, 

 উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক ইরান ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও সোহাগ এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক,১০ ডিসেম্বর ২০২৩

Share