চাঁদপুর-৪ মনোনয়নপত্র বৈধ ৬ প্রার্থীর, বাতিল ৪ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং চারজনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার (৩ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রয়োজনীয় কাগজপত্র, হলফনামা ও আইনগত শর্ত পূরণ করায় ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে নির্ধারিত নিয়ম অনুযায়ী কাগজপত্রে ত্রুটি ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় চারজন প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মোঃ হারুনুর রশিদ, স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মকবুল হোসেন,জাতীয় পার্টির প্রার্থী মাহমুদ আলম এবং গণফোরামের প্রার্থী মনির চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছ ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। যেসব প্রার্থীর কাগজপত্র ও আইনগত যোগ্যতা সম্পূর্ণ ছিল, কেবল তাদের মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে।

এদিকে যাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী মোজাম্মেল, জাতীয়তাবাদী কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, আব্দুল মালেক বুলবুল ও জাকির হোসেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক তৎপরতা এবং মাঠপর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহল মনে করছে।

প্রতিবেদক: শিমুল হাছান,
৩ জানুয়ারি ২০২৬