কুমিল্লায় ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র। শুক্রবার কুমিল্লায় ত্রয়োদেশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে ছয়টি আসনের প্রার্থীদের যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আগামীকাল শনিবার আরো পাঁচটি আসনের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা -১ আসনে বাতিল হয় ৫ জন, কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে ৪ জন, কুমিল্লা-৩ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে ১ জনের এবং কুমিল্লা- ৬ আসনে বাতিল হয়েছে ২ জনের।

এ সময় কুমিল্লা–১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা–২ আসনে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং কুমিল্লা–৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তবে, মুরদনগর আসনের জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

শুক্রবার বিকেলে কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিনাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

মনোনয়ন বৈধ ষোণার সময় হাসানাত আবদুল্লাহ ও তার সমর্থকরা জেলা রির্টানিং কর্মকর্তার কার্য়ালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন বৈধ ঘোষনার পর সাংবাদিকদের উদ্দেশ্য হাসানাত আবদুল্লাহ বলেন, তার প্রতিদ্বন্ধি প্রার্থীর প্রতি ঋণখেলাপির অভিযোগ আনলেও তা আমলে নেয় নি প্রশাসন। সে জন্য তিনি নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, হলফনামায় তথ্যের গরমিল, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় এই মনোনয়নগুলো বাতিল করা হয়েছে।

তিনি বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা চাইলে আগামী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করতে পারবেন। আজ দিনভর ১ থেকে ৬ নম্বর আসনের যাচাই-বাছাই চলবে এবং আগামীকাল বাকি আসনগুলোর মনোনয়ন যাচাই করা হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,
০২ জানুয়ারি ২০২৬