Home / জাতীয় / রাজনীতি / মনোনয়নপত্র জমা দেয়া সময় প্রার্থীদের যে কাগজপত্র জমা দিতে হবে
ec--

মনোনয়নপত্র জমা দেয়া সময় প্রার্থীদের যে কাগজপত্র জমা দিতে হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন-যা ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ২০২৩ সালের শেষ কিংবা ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় ২০২৩ সালের ১৫ নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে।

ইতোমধ্যেই বাংলাদেশ আওযামীলীগ,জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ,জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সরবরাহ করেছেন।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলে যে সব কাগজপত্র রিটানিং অফিসারের নিকট জমা দিতে হবে।

২৩ নভেম্বর চাঁদপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসারের কার্যালয় সূত্র মতে মনোনয়নপত্র জমা দেয়া সময় প্রার্থীদের করণীয় ও যে কাগজপত্র জমা দিতে হবে । তা হলো :

(১) সিডির মূল্য বাবত প্রতি ইউনিয়ন প্রতি ৫শ এবং পৌরসভাধীন প্রতি ওয়ার্ড হিসেবে ৫ শ টাকা হারে ট্রেজারি চালান ও এর কপি,

(২ ) জামানত বাবত প্রতি প্রার্থী হিসেবে ২0 হাজার টাকার ব্যাংক ড্রাফট বা চালান কপি

(৩ ) স্ব স্ব দলের মনোনয়ন ফরম এর কপি

(৪) স্বতন্ত্র প্রার্থীদের স্ব স্ব ভোটারের ১ শত্যাংশ হারে ভোটারের স্বাক্ষরের কপি

(৫) পুরণকৃত স্বাক্ষরিত মনোনয়ন পত্র

(৬) হলফনামার কপি ৩শ টাকার নন-জুডিসিয়াল স্ট্যাম্পে নোটারী পাবলিক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রত্যয়ন কপি

(৭) হলফনামার ৮ টি তথ্যের বিপরীতে প্রাসঙ্গিক কাগজপত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি

(৮)নির্বাচনি ব্যয়ের উৎসের বিবরণী

( ৯) প্রার্থীর সম্পদ ও দায় এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী ,

(১০) আয়কর রিটার্নের কপি ও সম্পাদের হিসেব বিবরণী (আইটি- ১০বি )

(১১) আয়কর পরিশোধের প্রমাণপত্র

(১২) নতুন ব্যাংক হিসাবের কাগজপত্র ও নির্বাচনি এজেন্টদের ব্যাংক হিসেব খুলে ব্যয়ের রিটার্ন দাখিল

(১৩) প্রার্থীর সদ্য তোলা পাসপোর্টস সাইজের ৩ কপি রঙিন ছবি

১৪) প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি,

(১৫) প্রার্থী ,প্রস্তাবকারী ও সমর্থনকারীর ভোটার নম্বর সহ ভোটার তালিকার ফটোকপি

(১৬)একজন প্রার্থী সর্বেোচ্চ ২৫ লাখ টাকা নির্বাচনে ব্যয় করতে পারবেন।

উল্লেখ্য-সকল ফটোকপি অবশ্যই” এ ফোর ” সাইজে এবং ৩ সেট রিটার্নিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের নিকট জমা দিতে হবে ।

আবদুল গনি
২৪ নভেম্বর ২০২৩
এজি