সদ্য প্রয়াত বরেণ্য ক্রীড়া সংগঠন মনসুর স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও নতুন কুঁড়ি চাঁদপুর এর উপদেষ্টা মনসুর আলীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন মঙ্গলবার রাতে শহরের রসুই ঘর পার্টি সেন্টারে এই স্মরণসভার আয়োজন করে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিষ্ণুদী ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর।
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী,নতুন কুঁড়ি চাঁদপুর এর উপদেষ্টা এসএম জয়নাল আবেদিন, উত্তম কুমার দেবনাথ।
অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন, সাবেক ফুটবলার আনোয়ার হোসেন মানিক, সাবেক খেলোয়ার শিপন খান, সাবেক খেলোয়ার ও সাংবাদিক মিজানুর রহমান, চাঁদপুর শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, ক্রীড়া সাংবাদিক ও লেখক চৌধুরী ইয়াসিন ইকরাম, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক ও লেখক আশিক বিন রহিম প্রমুখ।
বক্তারা বলেন, মনসুর আলী একজন সত্যিকারের ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি তৃণমূল থেকে খেলোয়ার তুলে এনে তাদের জাতীয় পর্যায়ে খেলার জন্যে গড়ে তুলেছেন। তিনি দেশের নামকরা ক্লাব মনসুর স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা। এই ক্লাবটির নাম আমরা খবরের পাতায়, রেডিও ও টেলিভিশনে অসংখ্যবার শুনেছি। কিন্তু অনেকেই জানতেন না, এই মুনসুর আলী চাঁদপুরের সন্তান।
বক্তারা বলেন, মনসুর আলী ব্যক্তিগতভাবে ও একজন ভালো মনের মানুষ ছিলেন। এই বরেণ্য ক্রীড়া সংগঠনকে নিয়ে স্মরণ সভার আয়োজন করায় নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনকে ধন্যবাদ জানাই।
স্টাফ করেসপন্ডেট ,২২ জুন ২০২১