বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি কৃষি মন্ত্রাণালয়ের আওতায় চাঁদপুরের কচুয়ায় মনসামুড়া সুন্দরী খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মনবাড়িয়া জেলা সেচ এলাকায় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে সোমবার দুপুরে ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামে প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মনসামুড়ার কথা ছোটবেলায় পাঠ্যবইয়ে পড়েছি। এ উপজেলায় চাকুরি করার সুবাদে তা আজ বাস্তবে দেখতে পেলাম। এ উপজেলায় ঐতিহ্যবাহী নিদর্শনগুলোর মধ্যে মনসামুড়া একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান। এ স্থানে খাল পুনঃখনন, প্রয়োজনীয় স্থাপনা নির্মাণসহ অন্যান্য বিষয়ে গুরুত্ব দিলে একদিন মনসামুড়া এলাকাটি পর্যটন হিসেবে গড়ে উঠবে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকরন্য হবে।
আমি জেনেছি মনসামুড়া দেখতে ত্রি-পুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, চাঁদপুরের প্রাক্তন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল মহোদয়সহ অনেকগুণী ব্যাক্তিগন পরিদর্শন করেছেন। আমি মনে করি মনসামুড়াটি অতি গুরুত্বপূর্ণ নিদর্শন হওয়ায় এটার গুরুত্ব ব্যাপক। সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি সকলে এগিয়ে আসলে মনসামুড়ার ঐতিহ্য ফিরে আসবে।
অনুষ্ঠানে চাঁদপুর বিএডিসি ক্ষুদ্র সেচ জোনের সহকারি প্রকৌশলী ইমরুল কায়েস মির্জা কিরনের সভাপতিত্বে ও ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন, কুমিল্লা বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. রুবায়েত ফয়সাল আল মাসুম, ইউপি চেয়ারম্যন হাবিবুর রহমান জয়, কচুয়া বিএডিসি কর্মকর্তা মো. আব্দুর রহিম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব প্রমুখ।
এসময় মনসা মন্দির কমিটির সাধারন সম্পাদক দুলাল চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কাজের ঠিকাদার ডা. মাসুদুর রহমান বাবুল, ইউপি সদস্য শাহজালাল মিয়া, কামাল হোসেন, গিয়াসউদ্দিন মোল্লা, মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোজাম্মেল তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ জানুয়ারি ২০২৪