ফরিদগঞ্জের মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার সার্বিক মান উন্নয়ন শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৯ জুলাই মঙ্গলবার বিকালে মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের হল রুমে নব ঘোষিত এডহক কমিটির সভাপতি স্থানীয় এমপির আস্থাভাজন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
মনতলা হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম কাজী, সাবেক ছাত্র নেতা শিক্ষানবিশ আইনজীবী মো. জহিরুল ইসলাম জয়, কচুয়া ডিগ্রি কলেজের শিক্ষক রাশেদ আলম রাসেল ও সাবেক খন্ডকালীন শিক্ষক আজাদ হোসেন প্রমুখ।
দীর্ঘ সময় নিয়ে বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন সকল শিক্ষকদের মন্তব্য শুনেন এবং লেখাপড়ার মান বৃদ্ধির লক্ষে স্থানীয় সাংসদের দারস্থ হয়ে ড্রীম বিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৯ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur