কচুয়া

কচুয়ায় বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন যারা

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহম এহসানুল মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মোশাররফ হোসেন, কচুয়া উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ মনিরুজ্জামান দেওয়ান মানিক, মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ.ন.ম এহসালুন হক মিলনের সহধর্মীনি নাজমুন নাহার বেবীসহ ৪ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকা নয়াপল্টন কার্যালয় থেকে উৎসব মুখর পরিবেশে নেতা কর্মীদের নিয়ে তারা পৃথক পৃথক ভাবে এবং মিলনের পক্ষে নেতাকর্মীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

কচুয়ায় বিএনপির ধানের শীষ প্রতীকে একক মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় নির্বাীহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি একটি বৃহত্তম গণ মানুষের দল। এদলের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে আগামী নির্বাচনে কচুয়া থেকে ধানের শীষ প্রতীকে আসনটি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব বলে আমি আশাবাদী।’

অপর দিকে বিএনপির কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী ও কচুয়া উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক ও দলীয় ভাবে মনোনয়ন পেলে তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মনোনয়নপত্র সংগ্রহকালে মোঃ মোশাররফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির বিএনপি’র সভাপতি, সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধান, সাধারণ সম্পাদক মো. শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান, মো. মঞ্জুর আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক গাজী মো. শাহজাহান সিরাজ, জেলা যুবদলের সদস্য ইসমাইল হোসেন, উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা মো. ইউসুফ মিয়া, মাকসুদুল রহমান সুজন, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক, বিতারা ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি প্রত্যাশি আতিক উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, কড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আবুল হোসেন, বিতারা ইউনিয়ন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মাসুদসহ অন্যান্যা নেতাকর্মী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু

Share