নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শ্বশুর ও দুই জামাই মিলে চোলাই মদ পানের পর শ্বশুর ও এক জামাইয়ের মৃত্যু হয়েছে। অপর জামাইয়ের অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, চামটা গ্রামের দিলীপ গোমেজ গত বৃহস্পতিবার বাড়িতে বেড়াতে আসা দুই জামাইকে নিয়ে একসঙ্গে চোলাই মদ পান করার পর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার বড় জামাই উজ্জ্বল কস্তা (৩৮) মারা যান। আজ সোমবার রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্বশুর দিলীপ গোমেজ (৫৮)।
পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার সকালে পুলিশ বাদী হয়ে হোমিও দোকানদার বিশ্বজিৎ স্যানালের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেছে। দিলীপ গোমেজের ভাই বার্নাড গোমেজও তাঁর বিরুদ্ধে পৃথক আরেকটি হত্যা মামলা করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, দুটি মামলায় বিশ্বজিৎকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ২৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৭ সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur