সৌদি আরবের মদিনা শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ভোরে মদিনা থেকে ২৫ কি.মি. দূরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে মোট সাত জন নিহত হয়। এর মধ্যে এর মধ্যে ৬ জন বাংলাদেশি বলে জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট। তাদের ৫ জনের পরিচয় পাওয়া গেছে।
যাদের পরিচয় পাওয়া গেছে- তারা হলেন, চট্টগ্রামের লোহাগাড়ার মিজানুর রহমান,মো.আরফাত হোসেন মানিক,কক্সবাজারের মহেশখালীর ইসহাক মিয়া,আব্দুল আযিয ও মো.রফিক উদ্দিন।
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জানায়, অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মরদেহগুলো বর্তমানে মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে সংরক্ষিত আছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহতরা ক্ষতিপূরণ কিংবা ওয়ার্কম্যান কম্পেনসেশান পাবেন কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশি কর্মীরা সবচেয়ে বেশি আছে সৌদি আরবে। বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশী সেখানে অবস্থান করছে।
উল্লেখ্য,প্রায় চার বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়। তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার আরেকটি কারখানায় অগ্নিকাণ্ডে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়।
আন্তর্জাতিক ডেস্ক , ১১ ফেব্রুয়ারি ২০২১
এজি