চাঁদপুরের মতলব-শ্রীরায়েরচর সড়কের গালিম খাঁ বেড়ীবাঁধ সড়কে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রো বাসের ৭ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকী ৬ জন কে বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়
১৩ মেশুক্রবার বিকেল ৩ টার দিকে মতলব উত্তর উপজেলার গালিম খা বেড়ীবাঁধ সড়কে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৩ টার দিকে ঢাকা গামী একটি ট্রাক, আর এয়ারপোর্ট থেকে ছেড়ে আসা মাইক্রোবাস বিদেশি যাত্রী নিয়ে চাঁদপুরের মতলবে যাওয়ার সময় উপজেলার গালিম খা বেড়ীবাঁধ সড়কে ট্রাক ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হয় হয়। এতে মাইক্রো বাসের ৭ জন যাত্রী আহত হয়।
এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি শাজাহান কামালের কাছে জানতে চাইলে, তিনি সাংবাদিকদের বলেন, আমি দুর্ঘটনার খবর শোনে ঘটনাস্থলে ফোর্স পাঠাই, গাড়ি দুটি থানায় নিয়ে আসা হয়। কোন পক্ষ থানায় অভিযোগ দায়ের করেন নাই। আহতরা বিভিন্ন স্থানেন চিকিৎসা নিচ্ছে। একজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
নিজস্ব প্রতিবেদক, ১৪ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur