মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার উদ্যোগে কচি-কাঁচা মিলানায়তনে মেলার প্রবীণ সদস্য সাবেক প্রধান প্রশিক্ষক ও পল্লী বিদ্যু সমিতির জিএম দেওয়ান মো: তফাজ্জল হোসেনের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
২৩ আগস্ট সোমবার সকালে মেলার সভাপতি মোঃ মাকসুদুল হক বাবলুর সভাপতিত্বে ও প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেলার সহ-সভাপতি মো জাকির হোসেন, প্রবীণ সদস্য কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের সম্পাদক ফারুক-বিন-জামান, প্রবীণ সদস্য নাছির আহমেদ, মতলব ডিগ্রি কলেজের অধ্যাপক মো: মোশারফ হোসেন, তরুণ সদস্য এস এম সেলিম, গোলাম মোস্তফা কাদরী,আ. সোবহান, নাজমুল আহসান খোকন, মেলার প্রশিক্ষক ও স্কাউটস লিডার হোসেন শরীফ আহমেদ, সাংবাদিক গোলাম সারওয়ার সেলিম, মেলার যুগ্ম সম্পাদক শাহিনা আকতার রত্না,রিয়াদুল আলম রিয়াদ,সাংবাদিক আক্তার হোসেন, জাবেদ হাসান ছিদ্দিকী, মেলার প্রশিক্ষক কামরুল হাসান নিপু,মরহুমের ছোট ভাই জহিরুল ইসলাম। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক হোসেন আহমেদ ।
এ সময় মেলার বিভিন্ন পরিষদের সদস্য, মেলা পরিচালিত স্কুলদ্বয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur