চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
১৫ আগস্ট রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা করা হয়েছে। পরে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা প্রতিমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা পুলিশ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা, ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগ, ছেংগারচর পৌর পরিষদ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
ইউএনও গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান সেলিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক প্রমূখ। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে শোক দিবস পালিত
মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ও সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগস্ট রবিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা শেষে শেষে শেষে উপজেলা জামে মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ও সম্মেলন প্রস্তÍুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার, সদস্য এডভোকেট সেলিম মিয়া, সদস্য ও সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবা ইসলাম সিফাত, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছেংগারচর পৌরসভার কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার, রুহুল আমিন খান, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগনেতা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতলব উত্তরের জহিরাবাদে আওয়ামী লীগ নেতা গাজী মুক্তারের উদ্যোগে শোক দিবস পালন
মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ দোয়া, তাবারক বিতরণ করা হয়।
১৫ আগস্ট রোববার বাদ আসর নাওভাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন।
এসময় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন বলেন, শোককে শক্তিতে পরিনত করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। জাতির পিতা একটি অসম্প্র্রদায়িক বৈষম্যমুক্ত সুখী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধু ক্ষুধা ও দারিদ্র্রমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছিলেন। কিন্তু ৭৫’র ১৫ আগষ্ট স্বাধীনতার পরাজিত শক্তি ও ক্ষমতালোভী একটি কুচক্রী মহল কিছু বিপথগামী সেনা কর্মকর্তাদের যোগসাজশে জাতির পিতাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এই বীরের জাতিকে আবার পরাধীনতার শিকলে বন্দী করতে চেয়েছিলো। সেই পরাজিত শক্তি আজও আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। আজও সেই স্বাধীন বাংলার মীরজাফর খন্দকার মোস্তাকের দোসররা জাতির পিতার কন্যার অর্জন ও বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। আমাদের সমৃদ্ধ জাতি গঠনে অংশগ্রহন করতে হবে।
জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস শুকুর মৃধার সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর আহমেদ শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আমান উল্ল্যাহ প্রধান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. সেলিম গাজী, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আ. ছাত্তার মাস্টার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন মল্লিক, রশিদ খান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুমন বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সম্্রাট গাজী, জহিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বপন মল্লিক, ছাত্রলীগ নেতা মামুন সিকদার।
দোয়া পরিচালনা করেন-মাওলানা সাইফুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক