মতলব ১১ ইউপির ১৩২ জনপ্রতিনিধির শপথ গ্রহণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে বিকেল ৪ টায় মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

১১ ইউনিয়নের ৯৯ জন সাধারণ সদস্য ও ৩৩ জন সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম। শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১৯৭১ সালে যারা মা-বোনের গায়ে হাত তুলেছে তাদের সঙ্গে বাংলাদেশ আপোস করেনি, জঙ্গিদের সাথেও আপোস করবো না। যারা ইসলামের ক্ষতি করেছে, তারা মানুষের ক্ষতি করেছে। এ আক্রমণের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা ইসলাম পালন করে তারা নামাজের সময় মানুষ খুন করতে যায় না।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী হেকমত আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জ, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল কাইয়ুম মজুমদার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার, উপজেলা প্রকৌশলী এনামুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক প্রমূখ। এছাড়াও ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী,উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ,সাংবাদিক, ইউপি সদস্য/সদস্যাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরআগে সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতলব উত্তর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ৬:০০ এএম, ১৩ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Share